
কিভাবে এনিমেশন ফ্রেম তৈরি করবেন !!
এনিমেশন ফ্রেম
এ পদ্ধতির শুরুতে একটি ফ্রেম নিয়ে কাজ করতে হয়। এজন্য মেনুবারের ফাইল অপশন থেকে New-তে অথবা টুলবারের নিউ এনিমেশন বাটনে ক্লিক করলে একটি উইন্ডাে ইফেক্ট ওপেন হবে। সেখানে এনিমেশন ফ্রেমের আকার এবং রং সিলেক্ট করে ওকে-তে ক্লিক করলে সেই অনুযায়ী একটি খালি ফ্রেম তৈরি হবে। এছাড়া ওপেন অপশনে ক্লিক করে যেকোন একটি ছবি এনিমেশন ফ্রেমে ওপেন করে নিতে পারেন অথবা পেইন্ট টুল দিয়ে নিজের ইচ্ছেমত এঁকে নিতে পারেন। যদি আপনি ছবিটা উপর-নিচ অথবা উল্টা করতে চান, তাহলে মেনুবারের এনিমেশন অপশন থেকে ফ্লিপ-এ ক্লিক করুন। একইভাবে ডানে-বামে পরিবর্তন করতে হলে মিরর-এ ক্লিক করুন। এছাড়া অতিরিক্ত খালি ফ্রেম যােগ করতে হলে ইনসার্ট ফ্রেমস-এ গিয়ে এম-এ ক্লিক করলে একটি উইন্ডাে ওপেন হবে। সেখানে কতগুলো ফ্রেম লাগবে, কত নম্বর ফ্রেমের আগে ফ্রেম যােণ করতে হবে, ডিসপ্লে টাইম-এসব সেট করে ওকে-তে ক্লিক করতে হবে। যদি অন্য কোন এনিমেশনের ফ্রেম যােগ করতে হয় তাহলে সেখান থেকে ফ্রম ফাইল-এ ক্লিক করলে একটি উইন্ডাে ওপেন হবে। সেখানে আগের মত ফ্রেম সংখ্যা, ফ্রেম নম্বর, ডিসপ্লে টাইম সেট করে ওকে-তে ক্লিক করতে হবে।