
Learn Phonetics
ইংরেজি শেখাটা জরুরি- এ কথা সবাই মানেন। ঘরে বসেই অনলাইনে শিখে ফেলতে পারেন ইংরেজি।
শিক্ষার্থীদের শেখার জায়গা যদি হয় ক্লাসরুম, তাহলে পেশাজীবী কিংবা ব্যবসায়ীদের শেখার জায়গা কোথায়?’ উত্তরে অনলাইনের কথাই আসবে আগে। অনলাইনে শিক্ষামূলক অনেক বিষয় থাকে। ইংরেজি শেখারও সুযোগ আছে। পেশাজীবী কিংবা ব্যবসায়ীরাই শুধু নয়, শিক্ষার্থীরাও এর সুফল পাবেন। ব্যাকরণ, উচ্চারণ রীতি, কথোপকথন, ভোকাবুলারি, ফোনেটিক্স, বেসিক ইংলিশ, বিজনেস ইংলিশ, আইইএলটিএস, টোফেল, ইএসএল, ইএসওএল, ইএফএল, ইএসপি দিয়ে সমৃদ্ধ অনলাইনের ইংরেজি জগৎ। তা ছাড়া ইংরেজি ভাষা শেখার সহায়ক ই-বই, লেসন, অডিও, মুভিসহ অনেক রিসোর্স পাওয়া যাবে অনলাইনে। বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে সাজানো হয়েছে বিভিন্ন ওয়েবসাইট।
শুদ্ধ ইংরেজিতে কথোপকথন
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
ঘরে বসেই যাঁরা ইংরেজিতে কথা বলার চর্চা করতে চান তাঁদের জন্য ইন্টারনেট সংযোগই যথেষ্ট। টিউটোরিয়াল সাইটগুলোতে শুদ্ধ কথোপকথন শেখার কৌশল ও দিকনির্দেশনার পাশাপাশি শুনে শেখার জন্য রয়েছে অসংখ্য অডিও ফাইল।
এমনই একটি ওয়েবসাইট হচ্ছে- www.audioenglish.net।
সাইটটিতে আড়াই হাজারের বেশি অডিও ফাইল রয়েছে।
ইংরেজিতে দক্ষতা যাচাই করারও অপশন আছে সাইটটিতে।
আরো কিছু ওয়েবসাইটের ঠিকানা-
www.audioenglish.net
www.focusenglish.com
www.teachingenglish.org.uk
www.yourenglishonline.com
ফোনেটিক্স কি, কেন প্রয়োজন? জানতে পারবেন Muhammad Yeasir স্যার এর ফেসবুক লাইভ থেকে ! check out here- https://www.facebook.com/Phonetician/videos/10215121188217539/UzpfSTM4NTE2ODQ3MTk0NjUxODo4ODQ3NTMwOTE5ODgwNTE/?epa=SEARCH_BOX
🔵 গল্পে গল্পে ফোনেটিক্স ।
ইন্সট্রাক্টর: মুহাম্মদ ইয়াসির
মূল্যঃ ৩৫০০ টাকা
কোর্স লিংক : https://instructory.net/…/tesolbangla…/golpe-golpe-phonetics