
Bootsnipp
Bootsnipp
এটার নাম শুনেছি কখনও? হয়তো যারা ওয়েব ডিজাইন কাজ করি তারা কেউ কেউ জানি আবার কেউ কেউ জানি না। যারা জানি না তাদের জন্য এই পোস্ট-
আমরা যারা Bootstrap নিয়া কাজ করি তারা কম বেশি Bootstrap এর বিভিন্ন টেমপ্লেট ব্যবহার করতে থাকি কিন্তু এগুলো অনেক কাস্টোমাইজেশন করা লাগে কিন্তু যদি আমাদের Bootstrap template গুলো আগে থেকেই সুন্দর করে গুছানো থাকে তাহলে কেমন হয়? Bootsnipp এ javascript, jquery, bootstrap, html এবংCSS সম্বলিত অনেক জিনিস রয়েছে শুধু সার্চ করবেন আর পেয়ে যাবেন।
নিচে কিছু স্কিনশর্ট দিলাম।


