
ডিজিটাল মার্কেটিং
বর্তমান সময়টাকে ডিজিটাল যুগ বলা হচ্ছে তাই সব কিছুর প্যাটার্ন ডিজিটাল হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে মার্কেটিং ব্যবস্থাটাও সম্পূর্ণ ডিজিটাল হওয়ার পথে। পণ্য বা সেবাগুলোকে বিজ্ঞাপনসহ বাজার গবেষণা করার মাধ্যমে বিক্রি করার পক্রিয়াকেই মার্কেটিং বলে। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল মিডিয়া ও ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে অনলাইনের মাধ্যমে পণ্য বা সেবার বিক্রয় কাজ পরিচালনা করাকে বুঝায়।
ডিজিটাল মার্কেটিং এ যা করতে হয়
আপনি যদি ডিজিটাল মার্কেটিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চান, তবে জেনে নিন এই ক্যারিয়ারে আপনাকে কী কী কাজ করতে হবে। ডিজিটাল মার্কেটিং এর মূল উদ্দেশ্যই হচ্ছে একজনের পণ্য বা সার্ভিস অন্যদের কাছে ডিজিটাল্লি পৌঁছে দেয়া। আর এটির জন্যে নানা ধরণের কাজ করতে হয়। তার মাঝে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত কাজগুলো দেখে নিন নিচের তালিকায় –
- সার্চ ইঞ্জিন অপটিমাউজেশন
- সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)
- ইনফ্লুয়েন্সার মার্কেটিং
- কন্টেন্ট মার্কেটিং
- কন্টেন্ট অটোমেশন
- ক্যাম্পেইন মার্কেটিং
- ইমেল মার্কেটিং
- ডাটা-ড্রাইভেন মার্কেটিং
- সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং
- ই-কমার্স মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার ও সম্ভাবনা
যারা এইমুহূর্তে নিজের ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য আমরা এখন সেরা কিছু টিপস নিয়ে করব আলোচনা!
- সবকিছু থেকে শিখুন
- সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে কাজে লাগান
- লিংকডইন প্রোফাইল তৈরী করুন
- ব্লগিং শুরু করুন
- মেন্টর খুঁজে বের করুন
- নিজেকে আপ-টু-ডেট রাখুন
- নিজস্ব ব্র্যান্ড তৈরী করুন
- নেটওয়ার্ক বৃদ্ধি করুন
তথ্যপ্রযুক্তির এই যুগে ব্যবসা-বাণিজ্য, চাকরি, পড়াশোনা সবকিছু এগিয়ে যাচ্ছে প্রযুক্তির সঙ্গে। সময়ের পরিবর্তনে সবকিছুই প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। আর এ তথ্যপ্রযুক্তির উন্নয়নের ফলে আমরা যে কোনো কাজ খুব সহজেই করতে পারছি। আর সেই সঙ্গে আমরাও সময়ের সঙ্গে নিজেদের মিলিয়ে নিতে পারছি। যেমন আগে আমাদের কোনো পণ্য ক্রয় করতে হলে বাজারে-মার্কেটে যেতে হতো। ডিজিটাল মার্কেটিংয়ের কল্যাণে এখন আমরা ঘরে বসেই নিজের ইচ্ছা অনুযায়ী পণ্য ক্রয়-বিক্রয় করতে পারি খুব সহজেই।
আগে বা পরে আমাদের চারপাশের সব ব্যবসা-বাণিজ্যই প্রযুক্তি নির্ভর হয়ে পড়বে। সেকারণে ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে কর্মীর চাহিদা অদূর ভবিষ্যতে কমার কোন সম্ভাবনা নেই। তাই ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার গড়ার জন্য আজ থেকেই নিজেকে প্রস্তুত করা শুরু করে দিন।
বিস্তারিত জানতে কলঃ ০১৮৭২ ৬৫০৬৮৭