প্রজেক্টের লক্ষ্য পূরনে করণীয়সমুহ

প্রজেক্টের লক্ষ্য পূরনে করণীয়সমুহ
কি চিন্তা করছেন এটা আবার কেমন কথা??? প্রজেক্ট এর আবার লক্ষ্যপূরণ কি! ক্লায়েন্ট কাজ দিবেন আপনি করবেন তারপর সাবমিট করে দিবেন, এর থেকে বেশি চিন্তা করার আবার কি দরকার।
আপনি কি ভুল করছেন এটা কি উপরের লাইনগুলো পড়ার পর চিন্তা করে থাকেন তবে আপানার উদ্দেশ্যে বলছি আপাতদৃষ্টিতে কোন ভুল না করলেও আপনার ক্যারিয়ার তৈরির ক্ষেত্রে এক বিশাল গ্যাপ সৃষ্টি হচ্ছে ।
আপনি যদি না জানেন আপনি যে প্রজেক্টটি করছে তার লক্ষ্য বা উদ্দেশ্য কি তাহলে সেই প্রজেক্ট আপনি কিভাবে সফল্ভাবে সাবমিট করবেন? সফলভাবে আপনি একটি প্রজেক্ট এর লক্ষ্য পূরণ করার জন্য কিছু প্রশ্ন করবেন আপনার প্রজেক্টকে। যদি আপনি প্রশ্নের উত্তর পেয়ে থাকেন তাহলেই বুঝবেন আপনি সেই প্রজেক্টি করার লক্ষ্য পূরণ করতে পেরেছেন ।
কেন ? জি, আপনার প্রথম প্রশ্ন হবে আপনি প্রজেক্টি কেন করছেন? এর উত্তর টা পাবেন ক্লায়েন্টের এবং আপনার কথপোকথনের মাঝে ।
কি ? এরপর কি কারনে আপনি এই প্রজেক্টি করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন তা জানতে হবে।
কিভাবে ? পরবর্তী প্রশ্ন কিভাবে আপনি প্রজেক্ট কমপ্লিট করলে লক্ষ্য পুরণে সফল হবেন ।
কখন ? এরপরের প্রশ্ন কখন আপনি প্রজেক্ট কমপ্লিট করবেন এবং কেন আপনি এই সময় নির্ধারণ করবেন । এই প্রশ্নের মাধ্যমে আপনি আপনার লক্ষ্য পূরণের দ্বারপ্রান্তে চলে এসেছেন।
বাধ্যবাধকতা – জি এটা কোন প্রশ্ন না! কিন্তু আপনার নিজেকে এবং ক্লায়েন্ট রিকুয়ারমেন্ট পর্যালোচনা করার সময় আপনাকে চিন্তা করতে হবে যে এই প্রজেক্ট সফলভাবে সম্পূর্ণ করার সময় কি ধরণের বাধ্যবাধকতার সম্মুখীন হতে পারেন, এটা টেকনিক্যাল অথবা নন – টেকনিক্যাল যেকোনোটাই হতে পারে ।
সুতরাং, আপনি যেই সেক্টর অথবা যেই প্রজেক্ট নিয়েই কাজ করেন না কেন উপরের ৫টি ব্যাপার খেয়াল রাখলে ক্যারিয়ারে সফলতা পেতে খুব বেশি বেগ পেতে হবে না । আর বিভিন্ন টাইপের ২০টা প্রজেক্ট নিয়ে আমার ফ্লায়ার ডিজাইনের কোর্স আছে ইন্সট্রাক্টরি তে । যেখানে আপনি ক্লায়েন্টের রিকুয়ারমেন্ট এর বর্ণনা দিয়ে সবগুলো প্রজেক্ট কমপ্লিট করা আছে ।এখন কিন্তু ৫০% অফার ও চলছে ।
🔹 ফ্লায়ার ডিজাইন বেসড ওন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ।
কুপন: AROBI60
ইন্সট্রাক্টর: শাহিদা আরবী
মূল্যঃ ১১৫০ টাকা